২১.
ভবিষ্যপুরাণ
এটা তো সেটা নয়, ও চোখে আগুন যায়না দেখা,হারিয়ে যাবে কালের যাত্রী,আর মুছে যাবে পদরেখা,
হারিয়ে যাবে মনের কোকিল, বসন্ত হাঁটবে একা।
# NH
২২.
সন্তুষ্টি
কিছু করার নেই যা হবার তা হতে থাকবে,
কিছু যোগ হবে নাহয় বিয়োগ,
তবু বেঁচে আছি এটাই সবচেয়ে বড় অনুযোগ.....
২৩.
স্মৃতি
যেমন মানিয়ে যায় অশ্মমণ্ডল বৃষ্টি পূর্বাপর অপরূপআবহে,
কোন এক সাদাকালো ফটোগ্রাফ এ আমরা মানিয়েছিলাম,
সাদাকালোরা রঙিন হয়ে বেরঙিন হয়ে গেলো।
২৪.
আক্ষেপ
শান্তির ঘুমেও হানা দাও অস্বস্তিকর ভালোলাগার অনুভূতিহয়ে,
হেঁটে চলার পথগুলিতে তুমি উড্ডয়নী হয়ে উঠো,
একটু সময়ের জন্যও আমাকে আমার হতে দাওনা।
২৫.
বোধগম্যতা
আমি অনুমিত বুঝতে চেয়েছি হটাৎ অসময়,তোমার দেহ গড়ন হলো কেনো এমন হে?
ওহ চিনতে পেরেছি তোমায় তোমার শরীর আজ পাপময়।