আমার প্রিয় মানুষের প্রিয়তম মানুষটির জন্য

তুমি জীবনে কখনো প্রেম করলে/অথবা কোনো মেয়েকে তোমার ভালোলাগলে তাকে প্লিজ আমার এই লেখাটা অবশ্যই দিবা। সাথে তোমাকে পাঠানো আমার চিঠিটাও পড়তে দিও। চিঠি দিয়ে বইলো এতো রোমান্টিকতা দেখে টেনশন না নিতে। তুমি ব্রহ্মচারী আমি কামিনী হয়ে ছিলাম, শেষ পর্যন্ত তুমিই জিতেছো ধ্যানের খেলায়। আমি হেরে যাওয়া পক্ষের অধিকারিনী। এসব ভুজুংভাজুং বলে দিও।

তোমাকে নিয়ে আমি প্রচুর ভাবতাম একটাসময়। যত ভেবেছি তত ডুবেছি। যত খুঁজেছি তত হারিয়েছি তোমাকে। আপাতদৃষ্টিতে এতো সাধারণ একটা ছেলে কী করে এমন অসাধ্যসাধন করে আছে?!! এভাবে বশ করলে কীভাবে? ওইযে ওই মেয়েটা বলেছিল তুমি নাকি কালো জাদু জানো এটা কি সত্যি? সাদা কালো যেমন জাদুই হোক আমি এতো বেশি মিস করতাম তোমাকে বলে বোঝানো যাবেনা। তুমি যখন শুরুর দিকে একদিন প্রায় আফসোস করেই বলেছিলে, তুমি নাকি এখন মেয়েদের সাথে কথা বলতেও ভয় পাও কারণ সবাই নাকি প্রেম চেয়ে বসে একটা সময় গিয়ে! আমি ভাবছিলাম ওরে আমার শাহরুখ খান রে, চাপা মারার জায়গা পাওনা! কিন্তু কদিন পরে দেখি দুনিয়ার যত মেয়ে তোমাকে একান্তে চেনে সবাই তোমাকে একান্ত আপন করতে চেয়েছে, চাওয়াটাই আসলে স্বাভাবিক, এমন ছেলেকে কে হারাতে চাইবে! আমিও চেয়েছিলাম একটা সময়, তুমি সেটা বুঝতেও পেরেছিলে, কিন্তু আমার নিজের করে পাওয়া হলো না তোমাকে। 
এতোখানি মিস করি অথচ কিছু বলতেই পারিনা। এটার চেয়ে কষ্টের কী আছে? তুমি আমাকে বন্ধু বলোনি, প্রেমও দাওনি। আমি কোন অধিকারে বলবো 'এই হৃদয়হীন পুরুষ তুমি কি আমাকে একটুও মিস করোনা? গত একটি মাস এক পলকের জন্য দেখা দিতেও এলে না। আমি তো দমবন্ধ ফিল করি। তোমার কি কিছুই হয়না?'
এখন আমি অবশ্য জানি তুমি আসলে কেমন মানুষ। আমার সবচেয়ে ভালো কাছের মানুষ তুমি। তোমার মধ্যে এমন কিছু একটা আছে যেটা খালি চোখে দেখা যায় না। এরজন্য প্রয়োজন অনেক বেশি মনোযোগ আর একাত্বতা আর কিছুটা দূরত্ব। আমি প্রথম দিকে অনেক অভিমান করতাম, ভাবতাম তুমি বোধহয় নিজেকে জাহির করতেই ওসব করো। এভাবে হুট করে হারিয়ে যাও আবার আসো কোনো সংকেত না দিয়েই। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবতাম আজ কি আসবে তুমি? সারাদিনে দেখা না পেয়ে রাগ উঠে যেতো কিন্তু তুমি যখন এসে শুধু অদ্ভুত সব নাম বলে ডাক দিতে আমার সব অভিমান গলে যেতো সাথে সাথে। আমি এসে শুধু তোমার শব্দের দিকেই চেয়ে থাকতাম। ভাবতাম আমার চেয়েও বয়সে কিছুটা ছোট এই ছেলেটা এতো সুন্দর করে কীভাবে কথা বলে! এর সাথে আমি রাগ অভিমান না করেও থাকতে পারিনা আবার নিজের আত্মসমর্পণ লুকাতেও পারিনা। তুমি একটা অতিরিক্ত ভালো মানুষ আবার তুমিই সবচেয়ে খারাপ। মাঝেমধ্যে এতো বিরক্ত হয়েছি যে অল্পের জন্য ব্লক মেরে দিইনাই। দিতে গেলেই মনে হয়েছে একবার যদি আমি এই মানুষটাকে হারাই তাহলে সারা পৃথিবী তন্নতন্ন করেও এমন একজনকে আমি আর খুঁজে পাবোনা। আমি জানি তুমি সবসময় আমার কাছে এসে বসে না থাকলেও যখন আমার তোমাকে প্রয়োজন হবে তখন ঠিকই পাশে পাবো বন্ধুর মতো, তুমিই আমাকে সবচেয়ে ভালো পথটি দেখাবে নিজেকে কষ্ট দিয়ে হলেও আমার ভালোটাই তুমি চাইবে। এইভাবে নিজেকে উৎসর্গ করে অন্যের সুখ দেখার এই বদভ্যাসটা তুমি কখনো ছাড়তে পারবা না। 

আমি তোমাকে অনেক ভাবে টেস্ট করেছিলাম। ভাবতাম তুমি আমার প্রেমে পড়েছো কিন্তু ইগো দেখিয়ে টাইম নষ্ট করতেছো। পরে একসময় অতিষ্ঠ হয়ে আমিই তোমাকে বললাম প্রেম-ভালোবাসা না হোক অন্তত একটু আন্তরিক তো হতে পারো। আমি যে তোমাকে এতো বেশি ভালোবাসতাম এটাকে তুমি কখনোই গুরুত্ব দাওনি। তুমি ঠিকই নিজের ক্যারেক্টার ধরে রেখেছো সবসময়। এখন বুঝি এসবকিছুই তুমি জেনে-বুঝে করতে। তুমি চাওনি আমি আমার লাইফে আর কোনো কষ্ট বাড়াই। তুমিও আমাকে একসময় বুঝিয়ে দিলে আমার জন্য তুমি দূরের কোনো একটা ধ্রুবতারা হয়েই থেকে যাবে। কখনো কাছের করে বুকে জড়িয়ে নেওয়ার মতো করে পাবোনা। 
কিন্তু তুমি হবে আমার মাঝরাতের কান্নার সঙ্গী, লুকানো কোনো দু:খের একান্ত সহচর। তোমাকে আমি কীভাবে যেনো সব বলতে পারি, তুমি এতো ভালো একটা লিসেনার কীভাবে হয়েছো? আমি জীবনে অনেক পুরুষ মানুষের সাথে মিশেছি কিন্তু তোমার মতো কাউকে কখনোই পাইনি আর পাবোও না। ধুর খালি প্রশংসাই করে যাচ্ছি। আসছিলাম তোমাকে নিয়ে সব কাটাছেঁড়া মার্কা কথাবার্তা লিখবো বলে। কিন্তু তুমি এতো সুইট একটা মানুষ তোমাকে নিয়ে আমি কখনো নেগেটিভ কিছু ভাবতে পারিনা। মাঝেমধ্যে আমি যখন দুষ্টুমি করে একটু উল্টাপাল্টা কথা বলতাম তুমি আমাকে মোটেই উস্কে দিতে না, চাইলেই এসবের সুযোগ নিতে পারতে কিন্তু নাওনি। নিজেকে কীভাবে এতো কন্ট্রোল করো এটা আমি আজও বুঝিনি। আমাদের মধ্যে কতকিছু হয়ে যেতে পারতো অথচ দেখাটাও করলেনা তুমি। এতো পাষাণ কীভাবে হয়ে রইলে! 

আচ্ছা প্রিয়, তোমার কি কখনো সত্যিকারের একটা গভীর প্রেম হবে? এই পাথর তোমাকে কেউ এসে গলিয়ে দিতে পারবে? তুমিও কাউকে স্পর্শ করে সুখ পেতে চাইবে? আমার ভয় হয় তার আগেই তুমি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাও কিনা। আমি পজিটিভ ব্লাডের মানুষ তাই এখনও পজিটিভলি ভাবছি তুমি প্রেমে পড়বে কারো, কোনো এক অপূর্ব সুন্দর মানুষের, যার মুখের হাসিতে তোমার মনের সকল দেয়াল ধ্বসে পড়ে যাবে। যাকে না দেখলে তুমিও উতলা হয়ে যাবে। সেই একজন নিশ্চয়ই তোমাকেও ভীষণ ভালোবাসবে। আমার চেয়েও অনেক অনেক বেশি। আমি সেই অসম্ভব লাকি মেয়েটার জন্য কিছু ওয়ার্ড অফ উইজডম রেখে যেতে চাই, আমি চাই তুমি নিচের লেখাগুলো কখনোই পড়বেনা। কখনো না মানে ওই মেয়েটাকে বিয়ের আগ পর্যন্ত পড়বেনা। এতে তোমারই ভালো হবে। ঠিক আছে প্রিয়? প্লিজ এই রিকুয়েষ্টটা রেখো, আমাদের সেইসব সময়ের সম্মানে হলেও।
তাও তোমাকে আমার বিশ্বাস হচ্ছেনা, আমি বাংলিশে লিখবো কারণ তুমি বাংলিশ হেট করো। হেহেহেহে আমার কী বুদ্ধি দেখলা!

নিচের পার্টটুকু তোমার প্রিয়তমাকে পিডিএফ/প্রিন্ট করে দিবা প্রয়োজনে, যত্নে আগলে রাখতে বলবা, আমি অনেক ভেবে লেখাটা লিখেছি। আশা করি তার জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে এটা ভালোমতো বুঝতে পারলে।

Hello miss beautiful, ami apnar premiker wannabe ex. Mane se amake kokhono love deyni kintu ami ta cheyechilam. Jehetu se amake kichui deyni tai amake niye senti khaben na. Ami apnar upkar korar jonnoi ei lekhata likhte boshlam.
As a one-year-old known person to him, I feel uniquely qualified to give you some advice on understanding him. He’s a good-hearted guy with one of the most intriguingly problematic minds you’ll ever encounter. One moment, he’s the most loving, tender person you could wish for, and the next, he’s the most exasperating creature on earth. Imagine the softness of a pillow mixed with the unyielding strength of californium. Yes, he’s both at once.
English bujte asha kori problem hocchena as I know he will never love someone who will not understand his complex kobitas and mohajagotik bokbok. So I'm assuming you are qualified enough to understand what I am saying. 

Never ever take him for granted — he notices everything. Even when he seems detached or lost, like he’s not paying attention to your emotions, trust me, he feels it all, quietly but deeply. He has this knack for observing without showing it, so even when it seems like he doesn’t care, he’s probably more invested than you can see.

Be prepared for some highs and lows. He’ll challenge you, sometimes frustrate you, but he’ll also be your best companion when you need him. He’s loyal beyond words and will give his all to the right person. Patience is key, but if you’re willing to accept the quirks, you’ll see he’s truly worth it.

Tumi asha kori janba this man is full of sickness. Full body tei kichu na kichu problem ache. Ami medical term gula janina but jotota bujhlam tate mone hoy se beshidin bachte parbena evabe cholte thakle. Ami khub kore chaibo tumi or proti onek doyaboti hou. Care about him like an ill child of yours own. He has lost the will to live and now he is waiting to say goodbye. Plz plz plz ektu genuinely caring thakte try koiro. Keep him in your caring arms. Nijer body te eto problem niye se sarakhon agitated thake, irritated thake, tai jotota possible nijeke bujhiye nio egula sob thik hoye jabe kintu tumi jodi vulval react koira felo tahole se tomake onek jalabe egula niye. Bishesh kore or jojhon jor hoy tokhon to mone hoy ei bujhi shesh, ar bachbei na cheleta. Se jhokhon e sick hoy tokhon eto beshi sick thake tumi dekhle kanna kore diba sure. Tai ektu understanding hote parle love ta onek enjoy korba. 
Ami janina tumi oke kototuku bujhte parba karon amader modde life niye onek philosophical discussion hoyeche, ami ritimoto shocked hotam eto weirdly beautiful yet complex thoughts karo kivabe thakte pare vebe. Se iccha korei tomake khepabe tumi sweetly nilei dekhba se the sweetest thing ever hoye thakbe. Tomake onek good feel dibe abar majhe majhe voyanok ignore o korbe. Eta or escapist mind er problem. Plz believe me this man is the best ever lover if he really loves you. You won't find anyone like him ever, I know because I tried. Ar ami tomake apni kore bolte parchina, karon amra dujon e same manushta ke like kori so amader modde choice er mil to ache, tai apon vebe tumi boltechi, plz don’t mind. 

Tumi jodi amader chaite age e younger hou tahole ami khub e sad for you coz tomar maturity level match korte onek kosto hobe earlier middle stage e. Tumi khali vabte thakba ei manushta emon keno baaaaal! Ektu beshi valobashle ki hoy! Esob vabte vabte oi manushtar puritan essence ta kheye dite paro. Eta niye ami ektu voye achi. 
Ar jai koro plz ore love niye lecture dio na. He will lose his kind of wonderful love. Jei way te se tomake valobashbe setai enjoy korar try korba. Hudai ajaira jhamela korba na, kokhono kono manusher sathe tar comparison korba na, never ever. Don't make normal fusses around him, he will eventually lose interest as this man always thinking outside of the box, out of the world. Tumi take joto beshi valobashbe se tomake tar cheyeo beshi valobashbe. Plz kokhono gaslight koiro na, korle tomar nijer e loss. As he is not socially comfortable, don't make him meet your friends that much. In public he might be little awkward as he is kind of introvert so bare with it. Arekta important warning for you, never lie to him, he can read lies. And he never forgets, remembers every freaking things without any misunderstanding. Jodi vabo thak bepar na se vule jabe, eta kokhonoi hobena, se thik e mone rakhbe. Be opened to him about everything, even if you are not okay with something of him. Tell him on the face, discuss with him, have a debate if needed, but never try to ash-down anything, solve it asap. This boy is a psycho when it comes to his correctness, he will always win the argument by his heart piercing righteous words. The problem is he is always right, somehow. Ami ekbar ore bolchilam tumi to meye na tai tumi bujhbana, OMG erpor se amake ritimoto remand type torture korchilo shudhu words diyei. Hoyto tomar sathe bitter hobena, sweet hoyei jogra korbe, who knows! Ami just janaiya rakhlam arki. 

I just hope you will be the reason he will try to live for, not leave the life of his.
He already has way too much pain for himself, please don't cause extra pain in his life. Be his safe space, be that comfort he never had, be that heaven he misses in this world. And most importantly inspire him to write, yes I know about his nerve pain and everything but still you plz keep inspiring him to write his mind. You will be amazed to see how beautifully he writes. 
He is the greenest flag I've ever seen.
If you are happy with him, he will be the happiest person in the world. Show your love as much as you can. He will not admit it but deep inside he is so freaking romantic as hell. Try to make him feel love, care, affection everything. Enjoy his unique way of life, his thoughts, and his extraordinary capacity for love.
He’s not just a person, he’s a universe waiting to be explored. Love him wholly and unapologetically, and you’ll discover a love so rare, so profound, it will feel like the greatest blessing of your life.

Congratulations to you for winning the best man I ever met. I hope you can keep him happily alive. 
Name

Blog,5,Book Review,4,Download,2,Featured,7,Movies,3,Story,1,অকবিতা,31,অনুবাদ,1,ত্রিফলা,6,
ltr
item
Idea Blog: আমার প্রিয় মানুষের প্রিয়তম মানুষটির জন্য
আমার প্রিয় মানুষের প্রিয়তম মানুষটির জন্য
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8DtFFvdpu53Y3HFmBRoBjKkVqtJB1-daV3GF-u9S0jyiuuOPmjo_Ix0oRXE9I6xkgE1Cm3ez1MDJkB4MW3BsdfuJQx502tmCMxMvgeJHYu-u26NNrebB_05oONYm99LNKxotyjzq73WE/s1600/1732124823039262-0.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8DtFFvdpu53Y3HFmBRoBjKkVqtJB1-daV3GF-u9S0jyiuuOPmjo_Ix0oRXE9I6xkgE1Cm3ez1MDJkB4MW3BsdfuJQx502tmCMxMvgeJHYu-u26NNrebB_05oONYm99LNKxotyjzq73WE/s72-c/1732124823039262-0.png
Idea Blog
https://theliveidea.blogspot.com/2024/11/blog-post.html
https://theliveidea.blogspot.com/
https://theliveidea.blogspot.com/
https://theliveidea.blogspot.com/2024/11/blog-post.html
true
2646236639454265340
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content