আমার দেখা সেরা ৫টি জাপানিজ এনিমেশন মুভি:
(যারা এখনো জাপানি এনিমে দেখেননি তাদের জন্য)5. 5 Centimeters Per Second. (2007)
এই মুভিটি Direct করেছেন Makoto Shinkai.এই মুভিতে তিনটি চরিত্রের মাধ্যমে একটি অসাধারণ গল্প ফুটিয়ে তোলা হয়েছে।
চেরি ফুলের পাপড়ির মেটাফোর ইউজ করে দেখানো হয়েছে কিভাবে মানুষ সম্পর্কে জড়ায় আবার সম্পর্ক থেকে ধীরে ধীরে দূরে সরে যায়।
আমার মুভিটি দেখার সময় ভিজ্যুয়াল কোয়ালিটি এতো ভালো লেগেছিল যে, মুভির নাম যদি 5 Wallpapers Per Second হতো তাহলেও বোধহয় মন্দ হতো না।
মুভিতে One More Time নামে একটা গান আছে খুবই ভালো লেগেছে।
প্রথমবার দেখার সময় আকারির ভয়েস এর প্রেমে পড়ে গেছিলাম, জাপানি ভাষাও খুব মিষ্টি লাগা শুরু হলো সেই থেকে।
এই পর্যন্ত মুভিটি আমি ১০ বারেরও বেশি দেখেছি শুধু আকারির ভয়েস এর জন্য।
Download
4. Princess Mononoke (1997)
যারা জাপানি এনিমে দেখেন তারা Miyazaki কে অবশ্যই চিনবেন। তার ডিরেক্টশনের এই মুভিটি তার নিজের অন্যতম পছন্দের মুভি।মনমাতানো ব্যাকগ্রাউন্ড স্কোর, অসাধারণ এনিমেশন ইফেক্ট, থটফুল ডায়লগ আর আকর্ষণীয় চরিত্রের সংমিশ্রণ এই মুভি।
এই মুভির একটি বিশেষ দিক হলো, এখানে কেউই একেবারে ভালো কিংবা একেবারে খারাপ না।
মানুষ আর প্রকৃতির মধ্যেকার সম্পর্কের এলাগোরিক রূপ খুবই শৈল্পিক উপায়ে দেখিয়েছেন পরিচালক।
Download
3. Spirited Away. (2001)
অস্কার পাওয়া এই এনিমেশন মুভিটিও Miyazaki পরিচালিত।এই মুভির মাধ্যমেই আমি প্রথম মিয়াজাকি কে চিনি।
যথারীতি এই মুভিতেও চরিত্রের উদ্ভাবন এবং উন্নয়ন অতুলনীয়। হলিউডের যেকোনো ফ্যান্টাসি মুভি থেকে এই মুভিকে আমি এগিয়ে রাখবো।
একটি বাচ্চা মেয়ে ও তার বাবামায়ের কাহিনী নিয়ে শুরু হওয়া মুভিটি প্রথমে বেশ ভয় মিশ্রিত থ্রিলিং এবং ক্রমান্বয়ে স্যাটিসফাইং হয়ে উঠে।
এনিমেশন ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি মাস্টারপিস।
Download
2. Your Name. (2016)
আবার Makoto Shinkai.
এই মুভিটি আমার দেখা মোস্ট ইন্টারেস্টিং লাভ স্টোরি।
একবার দেখুন আর ভুলতে পারবেন না কথা দিলাম আমি।
এনিমেশন কোয়ালিটি ভালোর চেয়েও ভালো, মিউজিক তার চেয়েও ভালো, গল্প সবচেয়ে ভালো।
মুভিটিতে প্রিডেস্টিনেশন টাইপ একটা গল্প দেখানো হয়েছে, যেখানে দুটি ছেলেমেয়ে নিজেদের মধ্যে পরিবর্তিত হয়ে ঘুম থেকে জেগে ওঠে।
এটি আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মুভিগুলোর একটা হয়ে থাকবে।
Download
1. Grave of The Fireflies. (1988)
পরিচালক Isao Takahata.
মুভিটির এনিমেশন কোয়ালিটি মোটামুটি, মিউজিক্যাল স্কোরও মোটামুটি তবুও কেনো কেনো এই মুভি আমার লিস্টে ১ নাম্বারে!
শুধুমাত্র গল্পের জোরে এটা ১ নাম্বারে আছে। এই মুভিতে এমন একটা গল্প আপনি দেখবেন যা দেখার পর আপনার চোখে যদি পানি না আসে তাহলে আপনি নিঃসন্দেহে অতিমানব।
এটি এমন একটা মাস্টারপিস যেটা আপনি আর দ্বিতীয় বার দেখতে চাইবেন না।
মুভির প্লট নিয়ে কিছুই বলবো না, শুধু বলবো দেখার সময় টিস্যু নিয়ে বসবেন।
Download
একটা পরামর্শ: