ব্যর্থ চাওয়া
পথ হারিয়েছে সে পথিক ফিরবেনা ,বকুল গাছের চূড়ায় থাকা আধফোঁটা কোন ফুল হয়ে,
দুলতে থাকা জাহাজের মতো ভাসবে না,
কনকনে শীত তাকে থামিয়েছে সে পথের আড়ালে।
স্বপ্নজাল বুনে যাওয়ার খেলায় তাকে আর পাবে না কেউ,
আছড়ে পড়া ঢেউয়ের মতো বিক্ষিপ্ত হয়েছে সে,
চক্রবাক হয়ে বদলেছে রূপ ইহ থেকে পর,
অনতিক্রম্য এই যাত্রার যাত্রী হয়ে গেছে সে।
আত্মজয় সে তো দূরের গল্প শুনে যাওয়া,
নিজেকে চিনেছো তো ঠিকঠাক পাকাপোক্ত?
কাজ বলতে তো তব আহার বিশ্রাম আর নাওয়া,
বাঁচতে পারোনি কখনো তা পারবেও না,
তুমিও চলে যাবে যে পথে গিয়েছে তোমার পূর্বক,
এ যে নিয়তির বাঁধন, ছিন্ন করা তোমার কাজ নয়।