
জীবনের কাছে প্রয়োজন, আয়োজন,
কিছুই বাকি নেই আজ আমার।
ঝরে যাওয়া পাতার মত উডে যাই আমি
যেন কোন নিঃসঙ্গ রাতের অন্ধকারে। . .
পাথরের দু চোখ যেন বোঝে না, অশ্রুর
ভাষা। .
ঝরে যাওয়া পাতার মত উড়ে যাই আমি
যেন কোন নিঃসঙ্গ রাতের অন্ধকারে, স্বপ্ন
ভাঙ্গার হাহাকারে।
কিছুই বাকি নেই আজ আমার।
ঝরে যাওয়া পাতার মত উডে যাই আমি
যেন কোন নিঃসঙ্গ রাতের অন্ধকারে। . .
পাথরের দু চোখ যেন বোঝে না, অশ্রুর
ভাষা। .
ঝরে যাওয়া পাতার মত উড়ে যাই আমি
যেন কোন নিঃসঙ্গ রাতের অন্ধকারে, স্বপ্ন
ভাঙ্গার হাহাকারে।