৬.
দেয়ালে অস্তিত্ব
নিখোঁজ কিংবা উধাও হব রাত প্রহরে সড়কবাতির
আবছা আলোর ধাঁধায় ,
পাবে না কেউ শহরের অলিগলিতে কিংবা কোন
চিপাচাপায়,
শুধুই পাবে খুঁজে দেয়ালগুলোর প্রেমহীন গল্প
গাঁথায়।
৭.
কয়েদীয় আহাজারি
অভিযোগ গিয়ে দেবো কোন থানায়?
বারংবার বোধোদয় বিনাদোষে জেল খেটে
চলেছি...
ধরনী নামের নিষ্ঠুর এই জেলখানায়।
৮.
নৈরাশ্যতা
হয়তো অনন্তকাল পরে তোমার পাশে কেউ একজন, আমি তখনও একা,
ছোট্ট একটা হাসি দিয়ে বলবো কেমন আছো
ভালোবাসা?
চুপ করেই থাকবে জানি আমিও সত্যিই করিনা
অতটা আশা।
৯.
শৃঙ্খলিত
শুনেছি সে আকাশ ছোঁয়ার দলে মহাকাশ ভুলে,
অথচ কি আশ্চর্য্য, চোখেই তার আমি মহাকাশ
দেখি,
শুধু ছুঁতে পারিনা তার হাতে আমার বাঁধন খুলে।
১০.
আঁধার বিলাস
চলে যায় ফুলেল বসন্তের দিন প্রখরতার গ্রীষ্ম,
ক্লান্তিময় ব্যস্ত দুপুরও চলে যায় সন্ধ্যা আর
অবাস্তব স্বপ্নময় নির্ঘুম রাত আসে,
এত কিছুর ভীড়েও শুধু রয়ে যাওয়া কিছু সহৃদয়
নিংড়ানো স্মৃতি হাসে।