১.
সুখে কাতর
আমি আছি আগের মতোই,সবার কথায় হাসি,
কথায় কথায় স্ল্যাং আর অকথার ফুলঝুরি...
বড্ড বেমানান তবু দিব্যি সুখে কাতরাচ্ছি
২.
ভালোবাসা
আনতদৃষ্টি অবনত চাহনি জুড়ে স্বপ্ন-আশা,
সবটা জুড়ে বিচরণ সে অমায়িক আস্থা-বিশ্বাস,
আমিও হেসে উঠে বলি এরই নাম ভালবাসা।
৩.
গল্পের আকুতি
আমার গল্পগুলো বলে যাই অবিরাম...
যেদিন হারিয়ে যাব, আমাকে ভুলে গেলেও,
যেন মনে রাখ আমার 'গল্প বলা' গল্পগুলো।
৪.
হতাশার আশা
অসাবধানতায় হারিয়ে যাওয়া পুস্তকের পাতায়,
যত খুঁজি তবু সেই স্পর্শ আর অনুভূতি হারায়,
আবার ফিরে না পাওয়ার হতাশায় নতুনের আশায়।
৫.
আরাধ্যগরল
তুমি নিরঙ্কুশ নিষ্ঠুরতার মূর্ত প্রতিমা হইয়া
অনিঃশেষ!
ঘুম ভাঙে নাই; আমি জাগতে চেয়ে স্বপ্নে,
তোমার বোঁটা থিকা শুষে নিচ্ছি আত্মহননের
বিষ!