কেউ নেই কোথাও
নিজেকে নিয়ে চিন্তা আর কষ্ট দুটোই একাকারহয়ে মিশে আছে আমার মস্তিষ্কে !
ভেতর থেকে কে যেনো লাথি খাওয়া কুত্তার
মতো চেঁচিয়ে উঠে,
কেউ নেই কি আপন ভাবার মত,
আমাকে মাথায় হাত রেখে একটু সান্তনা দেবে ,
বলবে "ওগো তুমি চিন্তা কোরোনা,
চিন্তা করলে যে দশজনকে দেখার
চশমার গ্লাসের পাওয়ারটা অন্ধকার হয়ে যাবে,
তখন যে দূরবীনেও কাজ হবে না ! সবার চোখ
থেকে হারিয়ে যাবে তুমি একেবারে দূরবীন
সীমান্তেরও বাইরে ।"
তখনও কেউ নেই , কোথাও কেউ নেই....