১১.
অপেক্ষা
নিশ্চয়ই একদিন বুঝে যাবে জীবনে না থেকেও
কিভাবে যেনো,
প্রতিনিয়ত ছুঁয়ে থাকবো তোমার তুমিতে.
আর অপেক্ষা করবো ওপাড়ের দরজায় কিংবা
নরকের ভূমিতে।
১২.
আঁখিকোণে কান্না
অবুঝ ছিলো বুঝের পাখি,
নগদ ছিলো সকল বাকি,
এখন আঁখির কোণে কাঁদছে আঁখি!
NH
১৩.
নেশা
শুধু একবার মোহনিয়া দৃষ্টিতে মন ভরে,
চেয়ে থাকা যায় অপলক নেশা,
ক্ষণপ্রভা মৃদুগমনা চঞ্চুরী সহৃদয় গহ্বরে।
১৪.
দিকভ্রান্ত
বসন্ত হেঁটে গেছে ছেড়ে দিয়ে জানালার শিক,
ভুল পথে হেঁটে হেঁটে বুঝে গেছি তোমরাই ঠিক,
দক্ষিণে যেতে যেতে খুঁজেছি কেবল উত্তর দিক।
(NH)
১৫.
ছেঁড়া অভিশাপ
অভিশাপগ্রস্ত হয়ে গেছি অজান্তে,
আর কিছু তৈরি করবো না ধংসও না,
চেয়ে দেখো আমি ছিঁড়ে গেছি পরতে পরতে।