ছুটে চলা স্বপ্ন
এই আমি,ছুটে চলি দিগভ্রান্ত হয়ে বাতাসে ভর করে।
বন্ধুর বন্ধনে বন্দি থাকি,
শত্রুজয়ী শত্রু আমি,
হাসিমুখেই ধরায় নামি,
শূন্য পকেটজুড়ে আশার ছড়াছড়ি,
ছোট আঁখি তবু স্বপ্নের নেই জুড়ি।
পথ আমি সাজিয়ে নিয়েছি,
খুলে দাও তব বাহুডোর,
এসে গেছি আমি হে আগামী,
এসেই গেছি আমি।
ভিন্নমন শুনিনি কবু,
করবোনা তা করেছি পণ,
পাগল ছিলাম পাগল আছি থাকবো তা ই,
হও যদিও বা ক্ষুণ্ণমন।
হার জিতে চুলটিও নড়ে না আমার,
হতাশা আর আমার দেখা হওয়া ভার,
বেঁচে আছি সবার ভালোবাসা নিয়ে নির্ভার।
এই আমি থেকে যাবো চিরকাল।