গল্পগুলোর অকাব্য
ভাললাগা আর ভালবাসার
কথা মনে হলেই
কেন জানি চোখের লোনা জল
সমুদ্রের জলের মতো ঢেউ তুলে বেড়ায়..
কবিতা লিখব মনে হলেই
শুধু দুঃখ বেদনা আর কষ্টের কথা মনে হয়..
চোখের ঘুম হারিয়ে যায় দূর অজনায়,
নিঃসঙ্গ হয়ে যাই, ভুলে যাই
নিজেকে নিজের অজান্তে।
ছোট একটি গল্প লিখব তোমায় নিয়ে
কেন জানি সত্য আর মিথ্যার
আশ্রয় খুঁজে বেড়াই,
চির সত্য আলো আর আঁধারকে ভুলে।
দেশকে নিয়ে লিখতে চাই
চারিদিক শুধুই আঁধার নেমে আসে,
আমি যে নিজেই দেশকে
মায়ের মতো ভালবাসতে পারিনি আজও।
নিজেকে নিয়ে লিখব
কি লিখব ভুলে যাই,
আমার তো কোন স্মৃতি নেই,
শুধুই যে লোনাজল দু’চোখে।