জীবন বনাম কাজ
মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে হলেও মানুষকে কাজ করতে হয়। চারপাশের প্রতিটা মানুষ প্রতিদিন তার নিজ নিজ কাজ শেষে ঘরে ফিরে যায়। কিন্তু আমার আজ পর্যন্ত অজানা রয়ে গেছে, মানুষ কাজ করার জন্য বেঁচে থাকে নাকি বেঁচে থাকার জন্যই কাজ করে!
আগে একসময় মানুষ সারাদিনের পরিশ্রম শেষে রাতে অন্তত শান্তিতে ঘুমাতো কিন্তু এখনকার সময়ে বেশিরভাগ মানুষের রাত কাটে আগামীদিনের টেনশনে।
🔘
ছোটবেলায় সম্ভবত সবাইকেই এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, "বড় হয়ে কি হতে চাও?"
এখন যদি কেউ আমায় জিজ্ঞেস করে তবে আমার উত্তর হবে, আবার ছোট হতে চাই। শুধু আমি কেনো প্রায় সব বড়রাই আবার ছোট হতে চাইবে। নিজের বর্তমান অবস্থাকে বেশিরভাগ মানুষই অপছন্দ করে।
🔘
আচ্ছা জীবন এত তাড়াতাড়ি শেষ যায় কেন?
জীবিকার অন্বেষণে খুব সহজেই ক্লান্ত হয়ে যায় জীবন। যখনই মানুষ নিজে উপার্জনে অংশ নেয় তখনই সে বুঝতে পারে শখ-আহ্লাদ শুধু বাবা-মায়ের ভালোবাসায় পূর্ণ হতো। এখন নিজের কামাই করা অর্থে শুধু প্রয়োজনই মেটে।
🔘
হাসতে ইচ্ছে না হলেও হাসতে হয়। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো? বলতে হয় ভালো আছি।
এটাই জীবনের স্টার জলসা কিংবা জি বাংলা মার্কা ধারাবাহিক নাটক, এখানে সবাইকেই অভিনয় করে যেতে হয়। ম্যাচবাক্সের দরকার এখানে ছিলোনা, মানুষ নিজেরাই নিজেদের দেখে জ্বলে।
🔘
বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছে মঙ্গলে জীবনের অস্তিত্ব আছে কিনা!
কিন্তু মানুষ এটা খুঁজে দেখে না যে, তাদের জীবনে সুখ আছে কিনা? সুখের সময় গুলো উড়ে যায় আর দুঃখ আটকে থাকে শামুক হয়ে।
আমার তো মনে হয় মানুষ আজকাল সুখ নামক শব্দটির প্রকৃত পরিচয়ই ভুলে গেছে। সুখের অস্তিত্ব শুধু অভিধান কেন্দ্রিক হয়ে পড়েছে।
🔘
জীবন তো তার নিজের খেয়ালেই চলে। প্রতিদিন সকাল হয়, সন্ধ্যা হয়, জীবন এভাবে শেষ। কেউ কেঁদে হৃদয় ভাসায়, কেউ হেসে দুঃখ লুকায়। কি আশ্চর্য জীবন আমাদের, জীবন্ত মানুষ পানিতে ডুবে মরে আবার ভেসে উঠে।
আসলে বাসের কন্ডাকটর দের জীবন আমাদের সবার। প্রতিদিন ভ্রমণে গিয়েও কোথাও না যাওয়া, দিনশেষে আবার ফিরে যাওয়া।
🔘
আপন মনের গহীনে উঁকি দেওয়া প্রশ্নগুলোর উত্তর আমি প্রতিটা ক্ষণ খুঁজে বেড়াই।
মানুষের ক্ষুদ্র জীবন আবার এতো জটিলতায় মোড়ানো থাকে কেন?
হতাশা এতো সহজে গ্রাস করে নেয় কেনো আমাদের?
সর্বশ্রেষ্ঠ জীবের সবচেয়ে নিকৃষ্ট মানসিকতা সম্পন্ন হওয়া নিঃসন্দেহে যথাযথ বিচার।
🔘
এক টাকা কখনো এক লাখ টাকা নয়, কিন্তু ওই এক টাকা যদি এক লাখ থেকে সরে যায় তবে সেটা আর এক লাখ থাকে না। আমাদের সবার জীবন থেকেই এভাবে বিয়োগ হয়ে হয়ে একসময় শুধু শূন্য বেঁচে থাকে।
🔘
Life and death are always so mixed up together, in the same way some beginnings are endings....and some endings become beginnings.