১৬.
পূর্ণত্ব
ধ্যানস্থ অন্তঃস্থ নমস্ত তনু ধাতস্থ হইয়া,
ইহজন্ম শেষ হইবার নিমিত্তে পৌঁছাইয়া,
বলিয়া উঠিল নমঃশূদ্র, আমি হইয়াছি বাল্মীকি।
১৭.
গল্পের অন্তর্জাল
সময় তার উপযোগিতা হারিয়ে হয় অসময়,
দেহকোষ বিভাজিত হয়ে গড়ে বিবর্তন খেলা,
তবু গল্প রয়ে যায় তার অন্তরালের অন্তর্জালে!
১৮.
ঋণজাল
যদি হাত পেতে দেই, আর পেয়ে যাই সোনার হরিণ
ছুড়ে ফেলে দেব তাও, ভুলবোনা তবু সেইসব দিন
খুব ভালো করে জানি, সময় ভোলে না কভু সময়ের
ঋণ।
NH
১৯.
অধরা সময়
অন্য সময়টা আর ধরে রাখতে পারলাম না।
টুপ করে পুকুরে ছুড়ে মারা পাথর মতোই হারিয়ে
গেলো।
দিনগুলো হুট করে কোথায় যেনো চলে গেছে,
বদলে গেছি খুব বিশ্রীরকম ভাবে।
২০.
ব্যক্ত বাণী
আগেই বলেছি আমি জন্ম থেকে অকালপক্ব,
দৃষ্টে তোমার বয়স আমার যদিও ছিল স্বল্প,
মনের বয়স বড্ড বেশি, ছিল না তা কভু অল্প।