ছায়াপথের ডাক
আমি একাই ওই পথের পথিক,
যে পথের ঋণ করেনি শোধ।
আমি খুঁজেছি দিশা ফের ছুটে যাবো বলে,
ফিরিয়ে আনতে সেই প্রহরগুলোকে।
আমি যেনো বলে যাই নিজেকে নিজেই,,
কি করছি আর কি করার কথা!
কিন্তু সেই আমিই আবার আমাকে বোঝাই,
ওই পথে ফিরে না যেতে।
হয়তো আমি পেয়েছিলাম পুরোটা প্রহর সেই প্রহরের,
তবু ভেতরের আমি আবারো যাচ্ছি চেয়ে।
জানিনা কি করছি আমি,
শুধু জানি ছায়াময় ছায়াপথ ডাকছে আমায়,
স্মৃতি পিছু নিয়েছে,
ছুটিয়ে নিচ্ছে দূরদূরান্তে,
ছায়াপথ হতে ছিটকে গিয়ে হারিয়েছি পথ,
প্রাণসূর্য ডুব দিচ্ছে দূর দিগন্তে,
শুধু চাইছি আবারো প্রহর আসুক ফিরে মৃত্যু প্রাণান্তে।