তুমি পাশে থাকা মানে মরুভূমিতে আবেহায়াত,
তুমি হীনা স্বর্গটাও হয়ে যায় মৃত্যুপুরীর ঘাত।
হাত বাড়িয়ে ছুঁয়ে দাও যখন,
অসাড় দেহখানি ফিরে পায় প্রাণ,
মধুর হয়ে ওঠে তোমার সুরেতে,
বেসুরো সেতারার নিষ্প্রাণ গান।
কাঁধে যখন মাথাটি রাখো তোমার,
মনে হয় যেনো পাখির পালক হয়ে,
জুড়ে আছো সাথে আমার।
ভাবনা গুলো পাশ কাটিয়ে যখন হেসে ওঠো,
মৃদু কাঁপন ওঠে তোমার শরীরে,
ছোটখাটো ভুকম্পন টের পাই আমার হৃদয়ে।
মিনতি করি জোড়হাতে,
এভাবেই থেকে যেও দেখা অদেখায় চিরন্তন,
একেবারে অবিচ্ছিন্ন কোনো জোড়া শালিকের মতন।