তোমাকে ষোল দুগুণে বত্রিশানা চাই আমার
তোমার ত্রিভুজ, বৃত্ত, বৃত্তের বৃন্ত, নৃতত্ত্ব,
আর তোমার মধ্যকূপ, যেখানে লকলকে সর্পিল ছোঁয়ায় তুমি কেঁপে ওঠো,
তুমি কেঁপে কেঁপে ওঠবে।
তোমার শরীরের প্রতিটা স্থান আমার করে নেবো আমি,
তোমার গুল্মগন্ধ আমাকে মাতাল করে দেবে।
যে খাঁজ পিঠ থেকে নেমে গেছে নিচে
সে খাঁজ রোঁদ্যার শিল্পের থেকেও আকর্ষক আমার কাছে!
আর মাতাল সুখের সময় তোমার শীৎকার,
আমার কাছে রবীন্দ্র কিংবা নজরুল এর থেকে কম কিছু নয়।