ভালোবেসে জীবন ওলট-পালট করে না দিতে পারলে সেটা আর যাইহোক ভালোবাসা না,
প্রেমে মত্ত হয়ে প্রেয়সীর শরীরের পাশাপাশি তার জীবনের প্রতিটি পরতে পরতে,
তুমুল প্রেমের স্বাক্ষর না দিতে পারলে কী বালের ভালোবাসা!
Edward VIII এর নাম শুনলে জানতে পারবেন ভালোবেসে কীভাবে রাজ্য ছাড়তে হয়,
আরেকটা বারও না ভেবে নিজের ভালোবাসার হাত ধরে ছেড়ে দিতে হয় আকাঙ্ক্ষার সাম্রাজ্য।
আপনি আমি ভালোবাসি?
ভালোবাসা কি এমনই লেনদেন?
আপনি আমায় বলবেন আমি আপনাকে বলবো,
"তুমি সারাদিন কোথায় ছিলা?"
"আমি সারাদিন সারিন্দা বাজিয়েছি"
"খেয়েছো নাকি? নাকি না খেয়ে আছো?"
"গোটা পৃথিবী খেয়ে ফেললাম তাও পেট ভরলোনা"
"তুমি আমায় ভালোবাসো না আর?"
"ওমা কি বলো! তোমায় আমি প্রতিরাতেই তো ভালোবাসি!"
এমন ভালোবাসায় ভরে গেছে সব প্রদেশ,
আমি আপনি একসাথে, প্রেম পিরিতির নামে কীসব করি,
এসব আবার নিজেরা ভালোবাসা বলি!
আসল ভালোবাসা এতোটা নিরীহ না,
ভালোবাসা আসলে একটা ধ্বংসাত্মক শক্তি,
মহাদেব ভালোবেসেই এই ধরায় তান্ডবলীলা চালাবেন,
আল্লাহ ভালোবেসেই কেয়ামত আনবেন,
আমরা মাংস ভালোবাসি বলেই উৎস হত্যা করি,
সবই ধ্বংসাত্মক, ধ্বংসলীলা বয়ে আনে...
জীবন বিধ্বংসী ভালোবাসা না হলে সেটা কী বালের ভালোবাসা!
প্রতিদিন ঘুমাতে গেলাম, উঠলাম টাইপ ভালোবাসা বলার মতো কিছু নয়,
আমরা একে অন্যকে জড়িয়ে ধরে শ্বাসরুদ্ধ করে না ফেলতে চাইলে সেটা প্রণয় নয়।
একে অন্যের বিপরীতে গিয়েও অমোঘ টানে আবার লোভাতুর হয়ে যাওয়া চাই,
রাগ ক্ষোভ সব নিয়েই ভালোবাসা তৈরি করা চাই,
একে অন্যকে এভাবে চাইতে থাকতে হবে,
তার প্রতিটি অংশ অঙ্গ-প্রত্যঙ্গে নিজের নাম লিখে দিতে হবে, অমর করে রাখতে হবে।
ভালোবেসে এমন পাগল না হলে সেটা কী বালের ভালোবাসা!