আবার তোমার নামটাই একটা মহৌষধ হয়ে যায় এই অসুখের,
স্বপ্নে তোমার দেখা পেতে চাই প্রতিরাতেই,
কিন্তু এই স্বপ্নটাকে এখন বাস্তব দেখতে চাই।
তোমার দীঘল চুলে আমার হাতের স্পর্শ কেমন হবে?
তুমি এই বুকে এসে কীভাবে জড়িয়ে রবে?
তোমার কানে আমার হৃদস্পন্দনের সুর কেমন শোনাবে?
তোমার গলায় আমার ভালোবাসার চিহ্ন কেমন দেখাবে?
এসব আমি আর স্বপ্নে আটকে রাখতে চাইনা,
এখন আমি সব কিছু সত্যিতে চাই,
জানতে চাই আমাদের ভালোবাসার সীমারেখা কতটুকু!
আমি দেখতে চাই,
তোমার চোখে আমাকে দেখতে পাওয়াটা কেমন হবে?
তোমার সাথে কাটানো প্রতিটি রাতের শেষে নতুন সকাল কেমন হবে?
এইসব স্বপ্নেরা যখন বাস্তবে এসে ধরা দেবে,
যখন তোমার সব দুঃখবিবর কষ্টেরা সব মুছে যাবে,
তখন তোমাকে খুব সামনে থেকে হাসিতে দেখতে কেমন হবে?
আমি দেখতে চাই,
আমি খুব করে দেখতে চাই...