কম ঘুমানোর কৈফিয়ত
উত্তপ্ত লৌহদণ্ড কামজ তরলে ডুবিয়ে সেই জল হতো সিক্ত,
তার ফলে মানুষের জীবন্ত কোষকীট ছুটতো, হতো পরিত্রিত।
এইভাবে এককালে আমিও বেঁচে জেগেছি এই মনুষ্য পৃথিবীতে।
তবে সবই ঠিক আছে, ঘুমোবার আগে মনে পড়ে সারা দিনের ঘটনা।
কালো দিন সাদা দিন,
আধা কিংবা পুরো দিন,
বিষমাখা নীল দিন,
হারিয়ে যাওয়া ধূসর দিন।
মাঝরাতে বিছানায় স্মৃতির ছায়ারা এসে পড়ে দূর থেকে।
শুধু ওই মুখখানি দেখবো আমি বিছানায় উঠে বসি,
ছলছলে চোখে বাধা দেয় অন্ধকারের মলিকুলেরা।
কেমন যেনো ঘোর লেগে থাকে সাহস হারাই লাগে ভয়,
মাফ করবেন প্লিজ, সেই স্বর আছে বলে আমার ঘুমোতে বিলম্ব হয়।